Guest Post by Anirban (a.k.a. Phochke, 7 years old)
কাটাখালের আনন্দ
১২ জুন, ২০১৪-
আমরা কজন,অর্থাৎ আমি,জামিরদা,টুকটুকিদি আর সরজদা, কাটাখালে যাওয়ার জন্য হাসনাবাদগামি ট্রেনে কদম্বগাছি স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ভ্যাবলা স্টেশনে
নেমে ওখান থেকে মটর ভ্যানে উঠলাম। তারপর এলাম কাটাখাল। এখানে আমাদের খুশিলাল কাকু
ও অর্চনা পিশি থাকে এবং কাজ করে।
![]() |
আমি তোয়ালে পরে পুকুরে নামার জন্যে রেডি |
![]() |
পুকুরে আমরা |
এখানে ছোট বাড়ির
সাথে পুকুর ও বাগান আছে। বাগানে অনেকগুলো আমগাছ।ওখানে আমরা পুকুরে নেমে অনেক মাছ ধরলাম।
চারটে বড় বড় রূপচাঁদ মাছ ধরেছিলাম। এক একটার ওজন ছিল প্রায় ২ কেজির মত!
![]() |
সরজ দা আর জামিরদা রূপচাঁদ মাছের সঙ্গে |
পুকুরে ঘন্টা দুয়েক ধরে আর প্রচুর মাছ ধরার পরে অর্চনা পিশির তাড়া খেয়ে পুকুর থেকে উঠলাম।
![]() |
জামিরদা ,আমি, আর সরজ দা |
তারপরে আমি তোয়ালে
পরে যেই আমগাছে আম পাড়তে উঠেছি অমনি আমার তোয়ালে খুলে গেল। ব্যাস, একেবারে কেলেঙ্কারির
একশেষ! তাড়াতাড়ি গাছ থেকে নেমে সামাল দিলাম।
তোয়ালে খুলে গেলেও
সাত-আটটা বড় বড় গাছ পাকা আম খেয়েছি।
তারপর টিভি দেখতে
দেখতে আমারা দু-থালা মাছ খেলাম। খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল।
আমরা আবার ট্রেনে উঠে
বাদু ফিরে এলাম।
No comments:
Post a Comment