Thursday, June 19, 2014

Fun at Katakhal: Fishing and minor mishaps

Guest Post by Anirban (a.k.a. Phochke, 7 years old)

কাটাখালের আনন্দ

১২ জুন, ২০১৪-
আমরা কজন,অর্থাৎ আমি,জামিরদা,টুকটুকিদি আর সরজদা, কাটাখালে যাওয়ার জন্য হাসনাবাদগামি ট্রেনে কদম্বগাছি স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ভ্যাবলা স্টেশনে নেমে ওখান থেকে মটর ভ্যানে উঠলাম। তারপর এলাম কাটাখাল। এখানে আমাদের খুশিলাল কাকু ও অর্চনা পিশি থাকে এবং কাজ করে।
আমি তোয়ালে পরে পুকুরে নামার জন্যে রেডি 


পুকুরে আমরা
এখানে ছোট বাড়ির সাথে পুকুর ও বাগান আছে। বাগানে অনেকগুলো আমগাছ।ওখানে আমরা পুকুরে নেমে অনেক মাছ ধরলাম। চারটে বড় বড় রূপচাঁদ মাছ ধরেছিলাম। এক একটার ওজন ছিল প্রায় ২ কেজির মত! 
সরজ দা আর জামিরদা রূপচাঁদ মাছের সঙ্গে













পুকুরে ঘন্টা দুয়েক ধরে আর প্রচুর মাছ ধরার পরে অর্চনা পিশির তাড়া খেয়ে পুকুর থেকে উঠলাম।

জামিরদা ,আমি, আর সরজ দা

তারপরে আমি তোয়ালে পরে যেই আমগাছে আম পাড়তে উঠেছি অমনি আমার তোয়ালে খুলে গেল। ব্যাস, একেবারে কেলেঙ্কারির একশেষ! তাড়াতাড়ি গাছ থেকে নেমে সামাল দিলাম।

তোয়ালে খুলে গেলেও সাত-আটটা বড় বড় গাছ পাকা আম খেয়েছি।
তারপর টিভি দেখতে দেখতে আমারা দু-থালা মাছ খেলাম। খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল।

আমরা আবার ট্রেনে উঠে বাদু ফিরে এলাম। 

No comments:

Post a Comment